আমি তানিয়া খাতুন। আমি এক জন বিবাহিত স্ত্রী। অমি আকদিন জানতেপারি যে তথ্য মিত্র কেন্দ্র নামক একটি সাইবার ক্যাফে আছে সেটা আবার ভারত সরকার দ্বারা প্রচালিত। তারপর আমি এই তথ্য মিত্র কেন্দ্রের বেপারে
ভাল করে যাচাই করলাম। দেখলাম এখানে সরকারি যত সব কাজ আছে সেই সব কাজ গুল গ্রামের মানুষ বা শহরের মানুষদের পরিসেবা দেওয়া হয়।
অমি ভাবলাম আমি বা আমার গ্রামের মানুষ এই সব সরকারি পরিসেবার বেপারে কিছুই জানতে পারে না।
তাই আমি সিদ্ধান্ত নিলাম এই সরকারি পরিসেবা গুলি আমি আমার গ্রামের লোকের হাতে তুলে দেবো। তারা যেন সরকারি কোন পরিসেবা থেকে বঞ্চিত না হয়। তাই আমি নিজে একটি তথ্য মিত্র কেন্দ্র খোলা সিদ্ধান্ত নিই এবং তথ্য মিত্র কেন্দ্রের টিম এর সাথে যোগাযোগ করি আর একটি তথ্য মিত্র কেন্দ্র আমার গ্রামে চালু করি। বর্তমানে আমার এখানে গ্রামের লোকেদের কে সকল সরকারি কাজ সুন্দর ভাবে পরিসেবা দেওয়া হয় ।